আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

দোকানের মেঝের নিচে ১০৫০ লিটার তেল

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : রবিবার ৮ মে ২০২২ ০৭:২৯:০০ অপরাহ্ন | জাতীয়

 

চট্টগ্রামের ষোলশহর এলাকার কর্ণফুলী কমপ্লেক্সের একটি দোকান থেকে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

রোববার (৮ মে) বিকেলে ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সের কাশেম স্টোর থেকে এসব তেল জব্দ করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

 

তিনি বলেন, তেলগুলো দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় করা একটি গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানের সময় এগুলো বের করে আনা হয়। 

 

ফয়েজ উল্যাহ বলেন, বাজারে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে বেশি মুনাফা আদায়ের উদ্দেশ্যে তেলের বোতলগুলো ঈদের আগেই মজুদ করা হয়েছিল। দোকানটিতে বেশকিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

 

তিনি আরও বলেন, জব্দ করা তেলগুলো আমাদের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন ওই ব্যবসায়ী।