আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিশারীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ৩০ জানুয়ারী ২০২৩ ১১:৫৬:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

 

দৈনিক সাঙ্গুর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে শিশুর হাসি সামাজিক সংগঠন,  চাইল্ড ড্রিমস বিডি চট্টগ্রাম , সীতাকুণ্ড ব্লাড ব্যাংক ও  লিও ক্লাব অব চিটাগং সীতাকুন্ড এর সহযোগিতায় ৩০ জানুয়ারি ২০২৩ ইং দারুল ইরফান দাখিল মাদ্রাসা,  উত্তর আগ্রাবাদ, হালিশহর, চট্টগ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপিং, দন্ত্য পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সীতাকুন্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সহ-সভাপতি (প্রকল্প ও প্রশিক্ষণ) দিশারীয়ান মোঃ নূর খান, অনুষ্ঠানে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন ইরফান দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আবুল কালাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থা, চট্টগ্রামের সমন্বয়ক এম এ ইলাহী আরাফাত, চাইল্ড ড্রিমস বিডি এর উপদেষ্টা অধ্যাপক জিয়াউদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ মুসলিম উদ্দিন, বিশিষ্ট শিশু সংগঠক খিজির আলম, কাজী মোহাম্মদ জাহিদ হাসান, মোঃ নাজিম উদ্দিন, দৈনিক সাঙ্গুর মহানগর স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম, দিশারী যুব ফাউন্ডেশন হালিশহর শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইয়াসিন খায়ের শানীম, মোহাম্মদ আকরাম হোসেন খান, সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের  সদস্য মোঃ আশিক, কাঞ্চন চৌধুরী, সাবরিনা আক্তার ও মোঃ আব্দুল্লাহ কাওসার প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক সাঙ্গুর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুল ইরফান মাদ্রাসায় এত সুন্দর আয়োজন করার জন্য দৈনিক সাঙ্গুর প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন সহ নিয়মিত অভিভাবক সমাবেশ শিক্ষা ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের মনো বিকাশের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়ে থাকি। তিনি এ সকল কার্যক্রমে দৈনিক সাঙ্গুকে পাশে থাকার আহ্বান জানান ।

 

অনুষ্ঠানের সভাপতি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক সাঙ্গুর আইন সম্পাদক জানান মাদ্রাসার ভবিষ্যৎ সকল কার্যক্রমে দিশারী যুব ফাউন্ডেশন ও দৈনিক সাঙ্গুকে সম্পৃক্ত করলে তারা সকল কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করবে।

 



সবচেয়ে জনপ্রিয়