আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
ওয়াশিকা আয়েশা খান এমপি

দেশে কোন ধর্মীয় বিরোধ সৃষ্টি হতে পারবেনা-

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : শুক্রবার ৫ মে ২০২৩ ১০:৪৫:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াশিকা আয়েশা খান এমপি বলেছেন, বাংলাদেশ সবার, বাংলাদেশ বাঙ্গালির, আমরা কারো সাথে বিরোধ সৃষ্টি করতে দেবনা। আপনারে নিজেকে কখনো একা ভাববেননা, নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেননা। আমরা একসাথে বাস করব। সুখে দুঃখে সবার সাথে থাকব। সাম্প্রদায়ীকতা কোন দেশের জন্য কল্যানকর হতে পারেনা। বঙ্গবন্ধুর আদর্শ সব ধর্মের মানুষ নিয়ে শান্তিতে বসবাস করা। তিনি আরো বলেন, আমি বৌদ্ধদেবের জীবন কাহিনী পড়েছি, অহিংস পরম ধর্ম এই নীতি গৌতম বুদ্ধের প্রচার। আমাদের ভবিষ্যত সুন্দর হবে যদি বর্তমানটা সুন্দর হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেঁয়াগড় সার্বজনীন বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ বিহারের ভিক্ষুক আর্য্যকৃর্তি মহাথেরর-এর সভাপতিত্বে ও অমল বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবুল বশর, নজরুল ইসলাম, দক্ষিণ জেলা তাঁতি লীগের সহ সভাপতি আজিজ হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাহুল দাশ, আতাউল রহমান খান কায়সার স্মৃতি সংসদের আরব আমিরাতের আহবায়ক রাসেল মোহাম্মদ আবু তৈয়ব, নাজিম উদ্দিন ছোটন, সন্তোষ বড়–য়া, আলোক চিত্র সাংবাদিক কমন দাশসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় তিনি নির্মিত বৌদ্ধ বিহার কাজ ঘুরে দেখেন।