আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

দক্ষিণ কাট্টলী বণিক পাড়ায় সনাতনী সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২৯ জুন ২০২২ ০৬:৪৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর বণিক পাড়া এলাকায় অসহায় সনাতনী সম্প্রদায়ের জমির দলিল জাল করে দখলের পাঁয়তারা এবং হামলা কারিদের গ্রেফতারের দাবিতে ২৯ জুন বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বণিক পাড়া এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করে  ভুক্তভোগীরা। শিমুল ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর বণিক পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও বিএনপির এজেন্ট আবুল খায়ের ও তার সঙ্গীদের সাথে নিয়ে জাল দলিল তৈরি করে সনাতনী সম্প্রদায়ের অসহায় ও দুঃস্থ পরিবারের জায়গা আত্মসাৎ করার পাঁয়তারা করছে। অসহায় পরিবারকে বসতভিটা হতে উচ্ছেদ করার জোর প্রচেষ্টা ও তাদের উপর সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ করেন । বক্তারা আরো বলেন আবুল খায়ের গং এর সন্ত্রাসী কার্যক্রমে এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছে । অবিলম্বে আবুল খায়ের গং কে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা 

 রুবেল, কোতোয়ালী থানা যুবলীগ নেতা মিন্টন দাশ, হালিশহর থানা ছাত্রলীগ নেতা রনি নাথ,খুলশী থানা পূজা উদযাপন পরিষদের সদস্য দেবাশীষ প্রমুখ।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়