আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

তৈলারদ্বীপ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক আনোয়ারা | প্রকাশের সময় : শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ ০৬:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হামিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি খালেদা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান পিএসসি। বিদ্যালয়ের শিক্ষক ফারহানা আহমেদ ও শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ও বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আবদুল কাদের, শিক্ষক মিনহাজ উদ্দিন ও নেজাম উদ্দিন,প্রাক্তণ শিক্ষার্থী ওসামাবিন কাশেম, আরিফুল ইসলাম, জাহেদুল ইসলাম, রেবেকা সুলতানা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ারুল ইসলাম খান সাওগাতের পরিবারের পক্ষে বিদায়ী ৫ শিক্ষক ও চার বছরে এসএসসিতে জিপিএ প্রাপ্ত ৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।