আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

তামিমের বিদায়ের পর লিটনের ফিফটি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : শুক্রবার ৫ অগাস্ট ২০২২ ০৩:৩০:০০ অপরাহ্ন | খেলাধুলা

তামিম ইকবাল ও লিটন দাস শুরুটা করেছিলেন ধীরস্থিরভাবে। উইকেটে সকালের দিকে পেসারদের জন্য ছিল মুভমেন্ট। কিন্তু সময়ের সঙ্গে তারা মানিয়ে নেন। দলের শত রান পাড় করার সঙ্গে হাফ সেঞ্চুরিও পেয়ে যান তামিম। ছুঁয়ে ফেলেন প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক। এদিকে হাফ সেঞ্চুরি করেছেন লিটন দাসও।

ফিফটির পর অবশ্য বিদায় নিতে হয়েছে তামিমকে। সিকান্দার রাজার বলে হুক করতে গিয়ে কাইয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে ৯ চারে ৮৮ বলে ৬২ রান করেন তিনি।  

 

এই সংগ্রহ করার পথে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটার তিনি। উদ্বোধনী ব্যাটার হিসেবে এই কীর্তিতে নবম তামিম।

 

ওয়ানডেতে চতুর্থবার ওপেনিংয়ে শতরানের জুটি গড়েন লিটনের সঙ্গে। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সবচেয়ে বেশি চারটি শতরানের জুটিতে তামিম-সৌম্য সরকারের জুটিকে ছুঁয়ে ফেলেন তারা।  

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারশেষে ১ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে বাংলাদেশ।