তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১৮০০ দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর এসব সামগ্রী প্রদান করেন। বুধবার (২২ মার্চ) বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। এসময় বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহ সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ প্রমুখ। শেষে প্রতি প্যাকেটে ১৯ কেজি সমপরিমাণ ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। উল্লেখ্য দীর্ঘ সময় ধরে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত ত্রাণ সহায়তা করে আসছে নুরুল হক জরিনা ফাউন্ডেশন। প্রতি রমজানের শুরুতে ইফতার সামগ্রী এবং ঈদের পূর্বে ঈদবস্ত্রসহ অসুস্থ রোগী, গরীব মেয়েদের বিয়েতে সহায়তাসহ নিয়মিত নানা সাহায্য অব্যাহত রেখেছে ফাউন্ডেশনটি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর।