আজ রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই আশ্বিন ১৪৩১
ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

ড্রেজার মেশিন ধ্বংস, ভেকো মেশিন ও বালু জব্দ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২ জানুয়ারী ২০২৪ ১০:১০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের রুপাইছড়ি খালে অবৈধ বালু উত্তোলন করছিল একটি মহল। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেকো মেশিন ও ড্রেজার মেশিন বসিয়ে বালু পাচার করে আসছে মহলটি। ২ জানুয়ারি(মঙ্গলবার) খবর পেয়ে ইউনিয়নের চিকনেরখিল এলাকায় রুপাইছড়ি খালে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন কাজে নিয়োজিত ৭টি ড্রেজার মেশিন ধ্বংস করে ২ টি জব্দ করা হয়। এছাড়া পাহাড় কাটার কাজে নিয়েজিত একটি এস্কেভেটর (ভেকো মেশিন) ও দুইটি ট্রাক আটক করা হলেও কাউকে পাওয়া যায়নি। এসময় ৮৩ হাজার ঘটফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলেও জানান তিনি। 

 

অভিযানে ভূমি উপসহকারী আবু বক্করসহ এলাকায় দায়িত্বরত ব্যাটালিয়ন আনসারের একটি টীম সার্বিক সহযোগিতা করেন।