আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ডিসি, এসপি ও ট্যুরিস্ট পুলিশ সুপারের সঙ্গে টুয়াক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নবনির্বাচিত নেতৃবৃন্দ। 

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কার্যালয়ে গিয়ে টুয়াক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অন্তরঙ্গ মুহূর্তে দ্বিপাক্ষিক আলোচনা হয়। পর্যটনকে এগিয়ে নিতে ও সমৃদ্ধ করতে তারা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। টুয়াকের নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান। 

380205797_1493514744521726_1292584903727633529_n

দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের সাক্ষাতে মিলিত হন টুয়াকের কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ। পুলিশ সুপার তাদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুয়াকের ভূমিকার প্রশংসা করেন।

 

টুয়াক যত বড় হবে পর্যটন শিল্পও ততো সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম। 

 

একই দিন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন টুয়াকের নেতৃবৃন্দ।  

সৈকতের সৌন্দর্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি, সর্বোপরি বিশ্ব দরবারে কক্সবাজারকে উপস্থাপন করতে ট্যুর অপারেটরদের আন্তরিক ভূমিকার জন্য উঞ্চ অভিনন্দন জানান মোঃ জিল্লুর রহমান। 

380282950_685870996751718_6247505685010824709_n

টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এমএ হাসিব বাদল ও কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মফিজুর রহমান মুফিজের নেতৃত্বে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লব, উপদেষ্টা এসএম কিবরিয়া খান, কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এমএম সাদেক লাবুসহ টুয়াকের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।