আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে বিজিবি-বিজিপি বৈঠক চলছে, চলবে ২ দিন

আমান উল্লাহ কবির, টেকনাফ | প্রকাশের সময় : বুধবার ২৪ মে ২০২৩ ০১:৫৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)'র রিজিয়ন কমান্ডার পর্যায়ে টেকনাফে বৈঠক চলছে। বুধবার (২৪ মে) সকাল ১১ টার দিকে টেকনাফের সেন্ট্রাল রিসোর্টে হল রুমে এই বৈঠক শুরু হয়। বিজিবি সুত্রে জানা যায়,মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) রিজিয়ন কমান্ডার ১ নম্বর ব্রিগেডিয়ার জেনারেল তিত লুইং এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে টেকনাফের নৌপথে স্পিড যোগে শাহপরীরদ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। পরে প্রতিনিধি দলকে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরবর্তীতে প্রতিনিধি দলকে গাড়ি যোগে মেরিন ড্রাইভ সংলগ্ন সেন্ট্রাল রিসোর্টে নিয়ে আসা হয় এবং ১১ টার দিকে সেন্ট্রাল রিসোর্টের হল রুমে বৈঠক শুরু করে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পক্ষ থেকে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যর প্রতিনিধিদল আলোচনায় অংশ গ্রহণ করেন। দুপুর দেড়টা পর্যন্ত এই বৈঠক চলবে বলে জানা গেছে। বৈঠকে উভয় দেশের সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।