কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত চোরাকারবারী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার হাজী খুইল্যা মিয়ার ছেলে মোঃ ইউনুস (৩০)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২৫ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদে টেকনাফের নাজিরপাড়া বিওপি’র সংলগ্ন মেহেদীর মাছের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে এদেশে আসার খবরে বিজিবি টহল দলের সদস্যরা ওই স্থানের বেড়িবাঁধের আঁড় নিয়ে অবস্থান করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে ১টি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে এদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে মেহেদীর মাছের ঘেরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের মধ্যে থেকে ১জন চোরাকারবারীকে একটি পলিথিনের ব্যাগসহ আটক করতে সক্ষম হয় এবং অপর ২জন চোরাকারবারী রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত চোরাকারবারীর কাছে প্রাপ্ত পলিথিনের ব্যাগের ভিতর থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।