আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে আতশবাজি থেকে আগুন, তিন বসতবাড়ি পুড়ে ছাঁই

আমান উল্লাহ কবির, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ জানুয়ারী ২০২২ ০৫:১১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফে বাগদান অনুষ্ঠানে আতশবাজির সময়  আগুন লেগে তিনটি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোণা এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, পুর্ব নির্ধারিত সময় অনুযায়ী মৌলভীবাজার উত্তর রোজারঘোণা এলাকার আবদু শুক্কুরের বাড়িতে তার ছেলে রহমত করিমের বাগদান অনুষ্ঠানের আয়োজন চলছিল। এসময় বাড়ির শিশু কিশোর দল আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। 

এক পর্যায়ে ওই আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় আবদু শুক্কুরের অপর ছেলে ছৈয়দ করিম।

আগুনে আব্দু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও আব্দু শুক্কুরের নিজ বাড়িসহ তিনটি বাড়ি ভষ্মিভুত হয়।

এতে ৭-৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থায়ীরা। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমবেশি হতে পারে বলে জানায় তাঁরা। 

স্থানীয়রা জানায়, আতশবাজি থেকে এই আগুনের সূত্র হয়েছে। ভবিষ্যতে এই ধরণের আতশবাড়ি বন্ধ না হলে বিভিন্ন সময়ে এধরণের আগুনে প্রতিবেশি গরীব মানুষের বাড়িঘর পুড়ে নিস্ব হওয়ার আশংকা করেছেন সচেতনমহল। 

স্থানীয় মেম্বার বশির আহমদ বলেন, অনুষ্ঠানে আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।