আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

জামাতার লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুলাই ২০২৩ ১২:৫৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দানু মিয়া (৫৪)। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দানু মিয়ার বাড়ি লালানগর ইউনিয়নে হলেও তিনি দীর্ঘদিন যাবত শিয়ালবুক্কা গ্রামে পরিবার নিয়ে থাকতেন। শিয়ালবুক্কা গ্রামে নিহত দানু মিয়ার বসতঘরের কাছেই আবদুল গনির ছেলে মো. আলমগীরের (৩১) সাথে তার মেয়ের বিয়ে দেন। সোমবার রাত ৯টার দিকে জামাতা মো. আলমগীর ও শ্বশুর দানু মিয়ার পারিবারিক বিষয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জামাতা আলমগীর তার হাতে থাকা লাঠি দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

 

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  খান নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।