আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জনগণের দুর্বার আন্দোলনে ক্ষমতাসীনদের পতন ঘটবে: ফখরুল

ঢাকা অফিস : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ০২:২৪:০০ অপরাহ্ন | রাজনীতি

জনগণের দুর্বার আন্দোলনে ক্ষমতাসীনদের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের দুর্নীতির মামলায় সাজার প্রতিবাদে টানা কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। সভা-সেমিনার, সমাবেশ আর মানববন্ধনে রায়ের প্রতিবাদ জানাচ্ছেন দলটির সমর্থকরা।

 

 

এর ধারাবাহিকতায় শনিবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রতিবাদ-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মির্জা ফখরুল।

 

তিনি বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই বিচারকদের ন্যায়বিচার করতে আহ্বানও জানান তিনি।

 

২০১৪ ও ২০ ১৮ সালের মতো ক্ষমতাসীনরা আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ যে নির্বাচনে ভোট দিতে পারবে না, সে নির্বাচন হবে না।

বর্তমান সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন আর শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়া একই কথা। অতীতের মতো আর কোনো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না।

 

সরকার পতনের আন্দোলন চলছে জানিয়ে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন, জনগণের দুর্বার আন্দোলনে ক্ষমতাসীনদের পতন ঘটবে।