আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ছেলের নির্যাতনে ঘরছাড়া মা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ এপ্রিল ২০২৩ ০৬:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি এবং উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের কাছে ছেলের বিচার চাইলেন খোদ মা। ১০ এপ্রিল(সোমবার) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে ছেলে কর্তৃক নির্যাতিত হওয়ার কথা তুলে ধরেন মা নুর জাহান বেগম। ছেলে নুর মোহাম্মদ মনার নির্যাতনে রমজান মাসেও নিজ বসত ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে নুর জাহান বেগম বলেন, তাঁর চতুর্থ ছেলে নুর মোহাম্মদ মনা মালেয়শিয়া প্রবাসী। সম্প্রতি মালেয়শিয়া থেকে এসে তার পৈত্রিক বসতবাড়ি পুরোটাই নিজের নামে লিখে দিতে আমাকে চাপ প্রয়োগ শুরু করে। আমার মোট সাত সন্তান। একজনকে কিভাবে একতরফা সমস্ত সম্পদ লিখে দিবো! এতে মনা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার বড় ছেলের বউকে মারধর করে। বড় ছেলের বউকে মোটর সাইকেল দিয়ে হত্যার চেষ্টা করে। এতে তার কোমড়ের হাড় ভেঙ্গে যায়। পরে আমাকে ও আমার নাতনীকে গলা চিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। নুর জাহান বেগম বলেন, ফটিকছড়ির এমপি, উপজেলা চেয়ারম্যান এ দুজনের সাথে তাঁর সুসম্পর্কের প্রভাব দেখিয়ে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। এ ছাড়া একের পর এক মিথ্যা মামলা দিয়ে পুরো পরিবারকে নানাভাবে হয়রানি করছে। মনার নির্যাতনে অতিষ্ট হয়ে নুর জাহান বেগম আদালতে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেলে আদালতে মুচলেখা দিয়ে ছাড়া পায়। কিন্তু তাতেও পরিবর্তন হয়নি মনার। বাড়ীতে এসে আবারো একই কায়দায় পুরো পরিবারের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তার অব্যাহত হুমকি ও মিথ্যা মামলায় হয়রানিতে অতিষ্ঠ হয়ে রীতিমত নিজ বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি ফটিকছড়ির এমপি ও উপজেলা চেয়ারম্যানের নিকট তাঁর ছেলের এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান। এ সময় ছেলে আজাদ, ছেলের বউ জোহরা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।