লোহাগাড়ার চুনতিতে পাহাড় কাটার অভিযোগে পাহাড় খেকো কামরুল (৩৮) এর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ আগস্ট) বিকেলে উপজেলার চুনতি ফোর সিজন হোটেল এর পশ্চিম পার্শ্বে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাডিজস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া ও আইন শৃঙ্খলা সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাডিজস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, উপজেলার চুনতি ফোর সিজন হোটেল এর দক্ষিণ পর্শ্বে অবৈধভাবে বিশাল পাহাড় কাটছিল পাহাড় খেকো কামরুল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া যাওয়ায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং সতর্কতা প্রদান করা হয়েছে।