চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের পক্ষে চান্দগাঁও ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এসময় তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে খুশি হয়ে জনগণ নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি আগামী ২৭ এপ্রিল নৌকার বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন।
শনিবার দুপুর বহদ্দারহাটস্থ কাঁচাবাজার থেকে গণসংযোগ শুরু হয়ে বাহির সিগন্যাল গিয়ে শেষ হয় নৌকার প্রচারণা। এরপর বাহির সিগন্যাল আল আমিন বারিয়া দরবার শরীফ জেয়ারত করেন নৌকার প্রার্থীসহ নেতৃবৃন্দরা।
প্রচারণাকালে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার বা টিকে থাকার ফন্দি করে নি। স্বাধীনতা পরবর্তীকাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হয়েছে। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সপরিবারে হত্যা করা হয়েছে। তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার জন্য প্রায় দু’ডজনেরও বেশি হত্যার অপচেষ্টা হয়েছে। আল্লাহর রহমতে তিনি দেশের অগ্রগতি ও উন্নয়নে অভিযাত্রায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই উন্নয়নের ধারাকে চলমান রাখতে আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম- ৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদকে বিজয়ী করা আমাদের রাজনৈতিক সংকল্প।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি নির্বাচনের মাঠে নেই। কারণ তারা জানে তাদের রাজনীতি লুন্ঠন সংস্কৃতির। তারা জনগণের ভাগ্য পরিবর্তনের কথা ভাবে না। একারণে নির্বাচনের পথে না হেঁটে অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী একটি গণতান্ত্রিক দল এবং জনগণই আমাদের ক্ষমতার উৎস। জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে। জনগণই আওয়ামী লীগের ভরসার একমাত্র অবলম্বন। তাই চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে নৌকার বিজয় জনগণই সুনিশ্চিত করবে। জনগণ জানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ ও মানুষের কল্যাণ ও উন্নয়ন হয়।’
এসময় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার অনুরোধ জানিয়ে সাবেক মেয়র নাছির বলেন, ‘আমরা কোন প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখছি না। যারা নির্বাচনের মাঠে আছেন তারা গণতান্ত্রিক শক্তি। আমরা প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বীতা চাই। কিন্তু কোন সাংঘর্ষিক পরিস্থিতি চাই না। আপনারা নোমান আল মাহমুদকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।’
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বিজয়ী হলে চট্টগ্রাম ৮ আসনের জনগণের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকার জানান।
পথসভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, সাইফুদ্দিন খালেদ বাহার, আওয়ামী লীগ নেতা মো. ইসা, থানা আওয়ামী লীগের আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের নুর মোহাম্মদ নুরু, অ্যাডভোকেট আইয়ুব খান, নিজাম উদ্দীন নিজু, সাইফুদ্দিন খালেদ সাইফু, কাউন্সিলর ইসরারুর হক ইসরাইল প্রমুখ।