চাকুরী স্থায়ীকরণের দাবিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টস কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতক অঞ্চলে অবস্থিত কারখানার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারীরা ব্যানার, পেস্টুন ও প্লেকার্ডে বিভিন্ন প্রতিবাদের ভাষা লিখে এবং মুখে ¯েøাগান দিতে থাকে ‘আমরা সবাই বিবেকবোধ বৈষম্যকে করবো রোধ; এক দফা এক দাবী চাকুরী স্থায়ীকরণ করতে হবে’। বিক্ষোভ সমাবেশে এশিয়ান পেইন্টস কারখানায় কর্মরত ৮৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় অপারেটর নাজিম উদ্দীন নয়ন, ইমাম হোসেন, ইকবাল হোসেন, নিশান, জহির, কামরুল বক্তব্য রাখেন।
অপারেটর নাজিম উদ্দীন নয়ন বলেন, ‘এশিয়ান পেইন্টস্ কারখানায় আমরা গত ৩ বছর কাজ করে আসছি। কিন্তু স্থানীয় বাসিন্দা বলে আমাদের চাকুরী স্থায়ীকরণ না করে উল্টো তৃতীয় পক্ষের মাধ্যমে বহিরাগত লোক এনে অনভিজ্ঞদের নিয়োগ দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। অথচ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দিয়েছে আমাদের বাপ-দারারা। আমাদের দাবি, চাকরি স্থায়ীকরণ করতে হবে। যতদিন আমাদের দাবি মেনে নেয়া হবে না, ততদিন আমরা কর্মবিরতি দিয়ে মাঠে থাকবো।’
শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে এশিয়ান পেইন্টস্ কারখানার মানবসম্পদ কর্মকর্তা রুহুল আমিন বাবুর ব্যক্তিগত নাম্বারে কল দিলেও তিনি এ প্রতিবেদকের কল রিসিভ করেননি।