১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বরমা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসূচি
অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন উক্ত দিবসের আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জসীম উদ্দীন চৌধূরী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক আনিছুল মালেক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ মুবিনুর রহমান চৌধূরী, ইংরেজি বিভাগের প্রভাষক সালমা আহসান।
এবং দোয়া মাহফিল পরিচালনা করেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আবু তৈয়ব। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম উদ্দীন, প্রবীণ আওয়ামী লীগ নেতা শ্রী বলরাম চক্রবর্তী। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এড. কবিশেখর নাথ পিন্টু, অধ্যাপক মোঃ আবু তাহের, অধ্যাপক খালেদুর রহমান, অধ্যাপক আনিসুল মালেক, অধ্যাপক মুজিবুল হক চৌধুরী, অধ্যাপক শবনম নার্গিস, অধ্যাপক রীতি নন্দী, অধ্যাপক আবুল মনসুর, সাংবাদিক শিবলি সাদিক কফিল, মোহাম্মদ ওমর ফারুক, প্রমুখ।এর আগে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এছাড়া দিবসটিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কবিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রদর্শক রূপম কুমার এর পরিচালনায় ও ইংরেজি বিভাগের প্রভাষক সালমা আহসানের নির্দেশনায় ব্ঙ্গবন্ধু সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, বরমা কলেজ শাখার ছাত্র-ছাত্রীদের সমবেত গান সকলের দৃষ্টি কেড়েছে। সভাপতিসহ সকল বক্তাগন দিবসটির প্রতিপাদ্যকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে ব্ঙ্গবন্ধুর আদর্শে জীবন গঠন,বীর শহীদ মুক্তিযোদ্ধােদের অবদানকে স্বরণ রাখা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া এবং জাতির মর্যাদা রক্ষায় নিজ নিজ অবস্থান হতে অবদান রাখার পরামর্শ দেন। সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতায় একটি সুন্দর ও সফল আয়োজনের মাধ্যমে বরমা ডিগ্রি কলেজ সারাদেশের মত দিবসটিকে উদযাপন সম্পন্ন করল।