চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের মা লায়লা বেগম (৮১)’র নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারি (সোমবার) বাদে জোহর চন্দনাইশ শাহ আমিনুল্লাহ (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানানা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চন্দনাইশস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিঁনি বার্ধক্য জনিত সমস্যার কারনে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকেন দক্ষিণ জেলা আ. লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, মরহুমার আত্মীয়-স্বজন, এলাকাবাসী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ শরিক হন। উল্লেখ্য মরহুমা রবিবার ০১ জানুয়ারি নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিঁনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।