চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৌদ্ধ সম্প্রাদায়ের শিক্ষার্থীদের মধ্যে চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের উদ্যোগে ১৪ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষায় গত ৭ জানুয়ারি কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ে ১৮১ জন পরীক্ষার্থী অংশ নেন। উক্ত পরীক্ষায় পরিষদের সভাপতি ধর্মানন্দ মহাথের, সাধারণ সম্পাদক প্রজ্ঞানন্দ থের, পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান সোমানন্দ মহাথের, সম্পাদক তিষ্যমিত্র থের, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুমনা প্রিয় থের, কেন্দ্র সচিব বোধি মিত্র থেরগণ দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন শীল রক্ষিত মহাথের, অধ্যাপক জ্ঞানরতœ মহাথের, অতুলানন্দ মহাথের, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাংবাদিক যথাক্রমে আজিমুশ শানুল হক দস্তগীর, মঈন উদ্দীন, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, শিক্ষক আর্য মিত্র বড়ুয়া, টিকেজিৎ বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, সুদর্শন বড়ুয়া পরিদর্শন করেন। উল্লেখ্য যে, এই বৃত্তি পরীক্ষায় চন্দনাইশে ২৩ বৌদ্ধ পল্লীর শিক্ষার্থীরা অংশ নেন।