‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” প্রতিপাদ্যে চন্দনাইশ উপজেলায় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রথমবারের মতো সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলায় শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে। সারাদেশে শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্টরা আলোচনা সভা, সেমিনার, শোভাযাত্রা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। চন্দনাইশে নজরুল ইসলাম চৌধুরী এমপির নেতৃত্বে শিক্ষক দিবসের র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী -এমপি, এ সময় তিনি বলেন- ‘‘শিক্ষকরা আদর্শ ও আলোকিত মানুষ গড়ার কারিগর। সরকার শিক্ষার আধুনিকায়নে কাজ করার পাশাপাশি শিক্ষকদের মূল্যায়নে কম্পিউটার প্রশিক্ষণ দেয়াসহ নানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। ফলে অনেক পুরানো দিনের শিক্ষকরাও আজকের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাদানে অবদান রাখতে পারছেন। একজন ভালো শিক্ষক আজীবন সম্মানের পাত্র হিসেবে বেঁচে থাকেন।’’ গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দত্তের সভাপতিত্বে, আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার শাহা, আরোও বক্তব্য রাখেন শিক্ষা অফিসার, একাডেমিক অফিসার, সহ শিক্ষা অফিসার। আলোচনায় অংশ-নেন উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, বিষ্ণু যশা চক্রবর্ত্তী ও আবুল কালাম আজাদ প্রমুখ।