চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ইট বোঝাই ডাম্প ট্রাক ও ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে কাঞ্চনাবাদ ইউনিয়নের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বোয়ালখালীর মোহাম্মদ জানে আলম (৩০), মো. ফোরকান (২৮) ও মো. মিজান (৩৫)। অন্যদের নাম-ঠিকানা জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. ফারুক বলেন, আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।