আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর আত্মহত্যা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১১ জুন ২০২২ ০৪:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে লিটন কুমার দাস (৫২) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুন (শনিবার) ভোররাতে নিজের ঘরের পিছনের টিনের চালের বিমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে লিটন। সে বরকল ইউনিয়নের সাতঘাটিয়া পুকুর এলাকার মৃত পুলিন বিহারি দাসের ছেলে।লিটনের স্ত্রী লক্ষীরাণী দাস সকাল ৪ টায় স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দা দিয়ে রশি কেটে নিচে নামিয়ে আনে। তবে কি কারণে লিটন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে,ময়নাতদন্তের পর  বিস্তারিত জানা যাবে।