আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে উপজেলা নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করে জসিমউদ্দিনের প্রেস ব্রিফিং

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : শনিবার ১৬ মার্চ ২০২৪ ০৩:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এবং জেসিকা ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ শুক্রবার বিকালে পৌরসভাস্থ বদুর পাড়া এলাকার তার নিজ বাড়িতে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা নির্বাচনে তার প্রার্থীতা হওয়ার ঘোষণা করেন। এসময় তিনি বলেন,মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের সেবা করা এবং পাশে থাকা একটি বড় ইবাদত। তাই এই উপজেলার জনগণের সুখে,দুঃখে,বিপদে-আপদে তাদের পাশে থাকার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা করছি। তিনি আরো বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে এই অঞ্চলের প্রায় ৫০ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবো। পাশাপাশি ১০০টি অসহায় পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থা, ১০০টি মডেল মসজিদ নির্মাণ করবো। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে চন্দনাইশকে একটি মডেল উপজেলায় পরিণত করবো।