চট্টগ্রামের চন্দনাইশে "জাতীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস-২ এর উপ পরিচালক মো. আতিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, পল্লী বিদ্যুৎ চন্দনাইশের ডিজিএম মো. আবু সুফিয়ান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মন্নান, বিশিষ্ট লেখক সোহেল ইয়াসিন, প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাকটর আকতার সানজিদা জাফর পপি, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পিআইও আলমগীর হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।