আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশের অজ্ঞাত ব‍্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ | প্রকাশের সময় : রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশের দুগর্ম পাহাড়ি এলাকা  ধোপাচড়ি বান্দরবান সংযোগ সেতুর চেমির মুখ এলাকায় শঙ্খ নদী থেকে  ৩২বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার  (৩সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ থানাধীন   ধোপাচড়ি এলাকার  ২নং ওয়ার্ডস্হ শঙ্খ নদী  থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  বলেন, ধোপাচড়ি এলাকার  অজ্ঞাত এক যুবকের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার মরদেহের  এখনো পরিচয় পাওয়া যায় নাই। স্থানীয় ২নং ওয়ার্ডের চৌকিদার নুরুল হক বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে একটি নিয়মিত হত্যা মামলা  দায়ের করেন।