আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ পড়ে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২০ জুন ২০২২ ১০:৪২:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ ভেঙে পড়ে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। গাছ পড়ার কারনে দুই পাশে গাড়ী আটকা পড়ে যাত্রীদের দূর্ভোগে পড়তে হয়।  রোববার (১৯জুন) বিকাল ৫টার দিকে উপজেলা সদরের ইছাখালী ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে কাপ্তাই সড়কের ভূমি কার্যালয়ের সামনে, পোমরা জিয়ানগর ও ইছাখালী জাকিরাবাদ এলাকায় (রোববার) বিকেলের বিভিন্ন সময়ে সড়কে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় এসব গাছ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ভূমি কার্যালয়ের সামনে বড় গাছ পড়ার কারণে সরিয়ে নিতে একটু বেগ পেতে হয়।

জানতে চাইলে  ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, " ভারীবৃষ্টির কারণে গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে গাছগুলো সড়কে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাছগুলো সরিয়ে নেন।"