আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৩ অগাস্ট ২০২২ ১২:৫০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

গত ২৪ ঘণ্টায় ১২৯টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ১০ শতাংশ। তবে এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের, আরটিআরএলে ৩ জনের নমুনায় ১ জনের, এভারকেয়ার হসপিটালে ৪ জনের নমুনায় ১ জনের, ইপিক হেলথ কেয়ারে ১১ জনের নমুনায় ১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩ জন নগরের এবং ১ জন বাঁশখালী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৯৩ হাজার ৮১৭ জন। বাকি ৩৪ হাজার ৮৮৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের, ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা প্রতিরোধী টিকা গ্রহণের পাশাপাশি সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।  

 

 

 



সবচেয়ে জনপ্রিয়