আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে জাসাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদকঃ | প্রকাশের সময় : সোমবার ৭ নভেম্বর ২০২২ ০৫:৫৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।আর তারই ধারাবাহিকতায় শহীদ জিয়া দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরন, জাতীকে তলা বিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে স্বনির্ভর দেশ ও মর্যাদা শীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। সোমবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্যে এ কথা গুলো বলেন। চট্টগ্রাম মহানগর জাসাস আহবায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাসাস আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল,দক্ষিণ জেলার জাসাসের সদস্য সচিব নাসির উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন মহানগর জাসাস এর যুগ্ম আহবায়ক প্রকাশক শেখ জামিল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সহ-সভাপতি মির্জা মেশকাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য আরিফুল ইসলাম সুমন, মহানগর যুগ্ম আহবায়ক সংগীত পরিচালক সৈয়দ জিয়া উদ্দীন,যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহিন,নগর জাসাস নেতা সংগঠক মঈন উদ্দিন জুয়েল, মঞ্চ অভিনেতা শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া,নগর নেতা জহির হোসেন,আকবর থানা জাসাসের সভাপতি আব্দুল হান্নান শিবলী,চকবাজার থানা জাসাসের সভাপতি চিত্রশিল্পী আব্দুল আউয়াল,হালিশহর থানা জাসাসের সভাপতি মোঃ আব্দুল মালেক,নগর জাসাস নেতা চলচ্চিত্র আভিনেতা রাজ সাগর,জাহিদুল ইসলাম সুমন,সদরঘাট থানা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,নগর নেতা মোঃআসাদুজ্জামান, থানা সাংগঠনিক সম্পাদক শাহারা খান,নগর জাসাস নেতা রেজাউল করিম আবু প্রমূখ৷