আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে কমছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৪ অগাস্ট ২০২২ ১২:২৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামে কমতে শুরু করেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৮ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ২০ শতাংশ।

রোববার (১৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য  জানানো হয়।

এদিন চট্টগ্রামের ৭টি ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি হাসপাতালে ৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬টি, সিভাসু ল্যাবে ১৯টি, শেভরণে ১৯টি, আরটিআরএল ল্যাবে ৩টি, ইপিক হেলথ কেয়ারে ৩১টি, মেট্রোপলিটন হাসপাতালে ৪টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৬ জন মহানগর এলাকার এবং ২ জন হাটহাজারী ও মীরসরাই এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৭৮৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৮০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়