আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে লালখান বাজার রণক্ষেত্র, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ ০১:১১:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

 

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

সোমবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

 

সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

 

সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে লালখান বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ এলাকায় অবস্থান করছে।

 

নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, ‘এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

 

চসিক কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল জানান, রাত ৯টার দিকে আমার কর্মী আরিফ, বাবু ও তানভীর লালখান বাজারের বাসায় ফিরছিল। এসময় মাসুমের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর লাঠি, কোদাল নিয়ে হামলা চালায়। হামলায় তিনজনই আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তানভীরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অপরদিকে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম দাবি করেন, কোনও কারণ ছাড়াই কাউন্সিলর বেলালের অনুসারীরা আমার ৫ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে।

 

এদিকে স্থানীয় লোকজনের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ফুটপাত নিয়ন্ত্রণ, ডিস ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কাউন্সিল বেলাল ও আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারীদের মধ্যে দীর্ঘ দিন ধরে সংঘাত-সংঘর্ষের ঘটনা চলে আসছে। গত এক বছরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।