আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়া কোরক বিদ্যাপীঠ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের সমাপনী ও পুরস্কার বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০৬:২৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

উৎসবমুখর পরিবেশে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও কক্সবাজারের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ 

হোস্টলে অবস্থানরত ৬ষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও প্রাথমিক শাখার শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় শুক্রবার রাতে হোস্টেলের শিক্ষার্থীদের এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চকরিয়া 

কোরক বিদ্যাপীঠের হোস্টেল সুপার ও সিনিয়র শিক্ষক শফিউল আলম।

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শওকত হোসেন, নুরুল মোক্তাদির লিটন, সাংবাদিক এম. মনছুর আলম রানা, শিক্ষানুরাগী সদস্য মাষ্টার আবু শোয়াইব, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, সিনিয়র শিক্ষক আবুল বশর ও সিনিযর শিক্ষক মোহাম্মদ নুরুল মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া কোরক 

বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি মাষ্টার জাইদুল হক, শিক্ষক প্রতিনিধি মাষ্টার রিদুয়ানুল হক, মাস্টার সুজিত বড়ুয়া। এছাড়াও বিদ্যালয়ের হোস্টেলের শিক্ষক, হোস্টলে অবস্থানরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানরত ৬ষ্ট থেকে নবম শ্রেণিতে পডুয়া শিক্ষার্থীদের মাসিক মূল্যয়ন পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীর মধ্যে নির্বাচনী পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।