আজ শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

চকরিয়ায় সবজি ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়হীন যুবকের লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ০৮:৩৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় সবজি ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়হীন আনুমানিক ৩৫ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৩০অক্টোবর) দুপুর ১২টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ মৌলভীরচর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।

 

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে স্থানীয় লোকজন সবজি ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওসি'র নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। এছাড়া কক্সবাজার থেকে সিআইডি পুলিশের টিম ঘটনাস্থলে এসে ফরেনসিক রিপোর্ট তৈরি করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।  

 

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, নিহতের পরিচয় সনাক্ত করতে না পারায় আমরা বিষয়টি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতা চেয়েছি। কক্সবাজার থেকে সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছেন। তবে প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়ার পর কে বা কারা লাশটি ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিচয় শনাক্তের কাজ করছেন।

 

তিনি আরো বলেন, বুধবার রাত সাতটা পর্যন্ত লাশের কোন পরিচয় মেলেনি। পরিচয় নিশ্চিত না হলে দাফনের জন্য মরদেহটি কক্সবাজার আঞ্জুমানে মুফিদল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।