আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

খরুলিয়ার সমাজসেবক তারেকের উপর সন্ত্রাসী হামলা, সমাজ কমিটির নিন্দা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : শুক্রবার ১১ নভেম্বর ২০২২ ০৮:১৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যান পাড়া আদর্শ সমাজ কমিটি কার্যকরি কমিটির সদস্য সমাজসেবক আবদুল্লাহ আল মোরশেদ প্রকাশ তারেকের ওপর সশস্ত্র হামলায় নিন্দা ও ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সমাজ কমিটির নেতৃবৃন্দ। ঘটনার বিষয়ে সমাজ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত সকলেই আবদুল্লাহ আল মোরশেদ প্রকাশ তারেকের উপর নৃশৃংস, বর্বোরোচিত ও ঘূর্ণিত হিংস্র ঘটনার তীব্র নিন্দা প্রকাশের পাশাপাশি হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন- সমাজ কমিটির সর্দার ও সভাপতি (ভারপ্রাপ্ত) নাজির হোছাইন, সর্দার জহিরুল হক, সম্পাদক ওবাইদুল হক, কোষাধক্ষ্য মাস্টার নুরুল হক, সদস্য মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আজিজুল হক, মাষ্টার আবছার, ডা: আশরাফুল আজিজ, সিরাজুল হক নিজামী, মুবিনুল ইসলাম, ওবাইদুল হক বাবুল, মাও: সাইদুল হক, আনোয়ার হোছন বাদশা, গিয়াস উদ্দিন, আব্দুল হক, ছলিম উল্লাহ, সাইফুল ইসলাম লাড্ডু। উল্লেখ্য, আবদুল্লাহ আল মোরশেদ (তারেক বিন মোকতার) নিজ বসতভিটাতে কর্মরত অবস্থায় গত ৯ অক্টোবর বেলা ১টার দিকে স্থানীয় কিছু চিহ্নিত দুর্বৃত্ত জায়গা জবর দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। রাম দা, ছোরা ও কিরিচের আঘাতে মাথা, পিঠ, হাত, পা, হাতের আঙ্গুলসহ বিভিন্ন স্থানে গুরুতরভাবে কুপিয়ে জখম করে। এতে তার হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। মাথার খুলি/হাড় কেটে ফেলে সন্ত্রাসীরা। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন আহতের ছোট ভাই আবদুল্লাহ আল হোসাইন সাইফুল। যার মামলা নং -২২/৬৬৭। মামলার আসামিরা হলেন, শাহজাহান মুরশেদ, শামীম মুরশেদ, শাহীন রাসেল, খোরশেদ আলম, নুর আহমদ, মোহাম্মদ হোসেন। অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও ৫ জন। মামলার বাদী পক্ষের অভিযোগ, জঘন্য ঘটনার একজন আসামিও গ্রেপ্তার হয় নি। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। ভিকটিম ও পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিচ্ছে।