আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
হাটহাজারী পৌরসভা

ক্ষত-বিক্ষত গ্রামীণ সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক আবু রায়হান

মাহমুদ আল আজাদ হাটহাজারী : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ অগাস্ট ২০২৩ ০৬:১৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

একদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষত-বিক্ষত সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।পাহাড়ি ঢলের স্রোতে কাঁচা-পাকা সড়ক বিধ্বস্ত হওয়ায় ভেঙ্গে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় পরবর্তী সময়ে যাতায়াতের চরম দুর্ভোগে পড়ায় পৌরসভার ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় পরিদর্শন করেছেন সহকারী কমিশনার(ভূমি)ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু রায়হান।তিনি গতকাল মঙ্গলবার(২৯ আগষ্ট)সকাল সাড়ে এগারোটার দিকে পৌরসভার ২,৭ ও ৮নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পরিদর্শন করে স্থানীয়দের অভিযোগ শুনেন।তিনি দ্রুত সড়ক মেরামতের আশ্বাস প্রদান করেন।

 

জানা যায়,গত রোববার রাত থেকে বিরামহীন ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ী ঢলের প্রবল স্রোতের কারনে পৌরসভার কয়েকটি নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।জলাবদ্ধতা ও ঢলের স্রোতে বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ক্ষত-বিক্ষত  হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 

পৌরসভার মিরেরখীল সড়ক,মিরেরহাট নজব আলী আদর্শগ্রাম সড়কের কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। সরকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া মাত্র পৌর প্রশাসক আবু রায়হান দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন,কাউন্সিলর মোঃমানিক,মোঃআবু তালেব,মো:মনোয়ার হোসেন।

 

 

পৌর প্রশাসক মোহাম্মদ আবু রায়হান বলেন,ভারি বৃষিপাতে পাহাড়ী ঢলের প্লাবিত হয় বিস্তীর্ণ জনপদ পানির কারনে ক্ষত-বিক্ষত পৌরসভার বিভিন্ন কাঁচা-পাকা সড়ক। পানি কমে যাওয়ার পরপরই পিচ ঢালাই ওঠে সৃষ্ট গর্তের কারণে চলাচল অনুপযোগী হয়ে উঠে।ক্ষতিগ্রস্থ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া সড়ক সমূহ দ্রুত চলাচলের উপযোগী করে দেওয়ার চেষ্টা চলছে।