নগরীর বহদ্দারহাঠস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্রগ্রাম এর ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর দোয়া ও ইফতার মাহফিল -২০২৩ সম্পন্ন হয়। ছাত্র প্রতিনিধি এর পক্ষ থেকে ইসমাইল বিন আজিজ(আলভী) এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এর রেজিস্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর জনাব আব্দুল কাদির তালুকদার , সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব এম এম মোশাররফ হোসেন,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর এবং প্রভাষক ঋত্বিক নাথ এছাড়াও প্রভাশকদের মধ্যে মৌমি দাশ, ফারজানা খানম, জেনিয়া সুলতানা, মো. জাহিদ হাসান,শাহ আয়মান ইবতিহাল,আসিফ ইকবাল, মাহবুব কামাল,আশরাফুল আলম,রেজাউল করিম,ব্রান্ডিং ও মার্কেটিং অফিসার আভিমান ঘোষ শহ আরোও অনেকে। উক্ত প্রোগ্রামে ছাত্রদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ছাত্রদের এই উদ্দ্যোগ গুলো প্রসংশার দাবিদার। পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশে সাহায্য করে।ইফতার পূর্ববর্তি দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামিক স্টাডিস এর লেকচারার জনাব বোরহান উদ্দিন।