আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

কোন সাহেবকে নয়, সেবককে চেয়ারম্যান নির্বাচিত করুন-মফিজুর রহমান

মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ০৫:৪৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

কোনো সাহেবকে নয়, সেবককে চেয়ারম্যান নির্বাচিত করুন। যারা রাজনৈতিক দলের কর্মী তারাই জনগনের সেবক এর চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা হবে। উন্নয়ন হবে। কিশোর গ্যাং থাকবে না।

 

গত ২২ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সোলায়মান তালুকদার (নৌকা)'র নির্বাচনী সভার প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপরোক্ত মন্তব্য করেন।

 

চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আহমেদ এর সভাপতিত্বে ও

যুবলীগ নেতা ওমর ফারুক বিজয় এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি আজিজুর রহমান আজিজ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলার ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রফিক আহমেদ ও হারুন উর রশিদ। প্রবীণ আওয়ামী লীগ নেতা নাছির আহমেদ, আবু তালেব মাস্টার, সাইফুদ্দিন টিপু, মাহবুবুল আলম তারা, হাজী সাইদুল হক, হারুন উর রশিদ, মনিরুল হক, জাহাঙ্গীর আলম জয়, আলমগীর আলম, এস. এম. জাকারিয়া ও আনিসুর রহমান আনিস প্রমুখ।

 

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি বলেন- বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্রে উন্নয়ন হলেও চরলক্ষ্যায় আশানুরূপ উন্নয়ন হয়নি এর একটি কারণ বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলীর চরম একগুয়েমি। তিনি আমাদের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী'র সাথে সমন্বয় করে কাজ করেনি। নৌকা প্রার্থী সোলায়মান তালুকদার নির্বাচিত হলে এ অঞ্চলে উন্নয়ন হবে।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়