আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৪:৩৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের কুতুবদিয়া কৈয়ারবিলে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাত ৯ টায় কৈয়ারবিল সমিতির রোড়ের পূর্ব পাশে ডা. জাবের আহমদ স্মৃতি সংসদ আয়োজিত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার উত্তর আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল।

 

খেলায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল, কুতুবদিয়া খেলোয়াড় সমিতির সভাপতি আতিকুর রহমান,মৎস্য ব্যবসায়ী মেক্তার আহমদ,উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু আক্কাস ইশতিয়াক, ক্রীড়া সংগঠক সাইফুজ্জামান লিটন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন। 

 

উদ্বোধনী খেলায় চকরিয়া শেখ রাসেল ক্রীড়া সংঘ বনাম কুতুব জেনুইন ক্লাব অংশ নেন। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। ট্রাইবেকারে ২-১ গোলে চকরিয়া শেখ রাসেল ক্রীড়া সংঘ জয় লাভ করেন।

 

 

আয়োজক কমিটির সদস্য আবদুল আলিম কালু জানান, ডা. জাবের আহমদ স্মৃতি মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ১৬ টি দল অংশ নিয়েছে প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে প্রচুর দর্শক হয়েছে বাকী খেলাগুলোতে আরও বেশি দর্শক হবে। তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে তাদের এ আয়োজন বলে জানান।