"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই স্লোগানে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার(১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন, আমার সংবাদ কুতুবদিয়া প্রতিনিধি কাইছার সিকদার, আজকের পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোস্তাইন বিল্লাহ,আলী আকবর ডেইল ইউনিয়ন টিম লিডার কামাল হোছাইন সিকদার, দক্ষিণ ধূরুং ইউনিয়ন টিম লিডার মাস্টার ফরিদুল ইসলাম,লেমশীখালী ইউনিয়ন লিডার শফিউল আলম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে সকলকে সব সময় সতর্ক থাকতে হবে। কুতুবদিয়ায় যে সাইক্লোন শেল্টার রয়েছে সেখানে মানুষজন যাতে নিরাপদে অবস্থান নিতে পারেন সংশ্লিষ্টরা সেই দায়িত্বটা যথাযথ পালন করতে হবে। তাহলেই আমরা বিগত সময়ের মত সম্ভাব্য এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবো। সেজন্য অবশ্যই সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।