আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কিল্লাপাড়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ জানুয়ারী ২০২৩ ০৫:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রষ্ঠিাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভাস্থ কিল্লাপাড়া শেখ রাসলে শিশু কিশোর পরিষদ। কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আনন্দঘন দিবসটি পালন উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) রাতে পরিষদ কার্যালয়ে মিলিত হন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা কেক কেটে প্রাণপ্রিয় সংগঠনের জন্মদিন উদযাপন করেন। সন্ধ্যার দিকে ছাত্রলীগের দীর্ঘায়ু ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে হাবিবুর রহমান রিফাতের কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই আনন্দ-আয়োজনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনায়, সহ সভাপতি মোঃ তোহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মোরশেদ। সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা মোঃ শাহাজান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, আল আমিন, ইকন, আরিফ, আমজাদ, হাফেজ ও সাগর প্রমুখ। বর্তমানে দেশব্যাপী বয়ে চলা প্রচণ্ড শীত উপেক্ষা করে এই আয়োজনে দোহাজারী পৌরসভা ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত থাকেন।