আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
বাবুনগর মাদ্রাসার শতবার্ষিকী সম্মেলন

কারাবন্দী নেতাদের মুক্তির দাবি মহিবুল্লাহ বাবুনগরীর

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৭ জানুয়ারী ২০২৩ ১০:১৬:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। ৩ দিন ব্যাপী ইসলামী এই মহাসম্মেলন ৬ জানুয়ারি(শুক্রবার) বিকেলে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আন্তর্জাতিক এ সম্মেলনে মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সৌদি আরব থেকে আগত শায়খ মাতার বিন মুহাম্মদ আস সিহলী, পাকিস্তানের আল্লামা হানিফ জালন্দরী, ভারতের ড. খালেদ গাজীপুরী, দেশের খ্যাতনামা আলেমদের মধ্যে আল্লামা সুলতান জওক নদভী, কওমী শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী, হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা ইয়াহইয়া, শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, মুফতি জসিম উদ্দীন, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরীসহ দেশ বরেণ্য ইসলামী স্কলাররা বক্তব্য রাখেন। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি চেয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। মজলুমের উপর আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন আল্লাহ সইবে না। তিনি বলেন, ক্ষমতার মসনদে থাকতে চাইলে দ্রুত হেফাজত কর্মীদের মুক্তি দিতে হবে। নইলে এ সরকার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে বলেও ক্ষোভ প্রকাশ করেন হেফাজত আমির। হেফাজতের অনেক আলেম-ওলামা বন্দী অবস্থায় কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছেন। তাদের পরিবার ও প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে। আলেম-ওলামাদের কেউ কেউ কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তাদের দ্রুত মুক্তি ও মামলা প্রত্যাহারের করতে হবে।