ইউনিসেফের সহযোগিতায় জাতীয় এনজিও নেটওয়ার্ক এডাব এর সমন্বয়ে মনীষা কর্তৃক আয়োজিত কাপ্তাই উপজেলার সর্ব ধর্মীয় লিডারদের নিয়ে কোভিড-১৯ প্রতিরোধ সচেতনতামূলক অরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। সোমবার (২০ জুন) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে
মনীষার প্রোগ্রাম অফিসার এবং কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের ফোকাল পার্সন জনাব আনিসুল তুহিন এর সভাপতিত্বে এবং মনীষার কাপ্তাই ভলেন্টিয়ার আসিফুল ইসলাম এর সঞ্চালনায় অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার জনাব শাহ নেওয়াজ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পিন্টু চক্রবর্তী পুরোহিত শ্রী শ্রী জয়কালী মন্দির, ভধন্ত উত্তমালংকার ভিখু অধ্যক্ষ বারোঘনিয়া বিহার ও হাফেজ মাওলানা সোলাইমান খতিব কাপ্তাই উপজেলা জামে মসজিদ। উক্ত সভায় কাপ্তাই উপজেলার সর্ব ধর্মীয় প্রায় ৩০ জন লিডার অংশ গ্রহন করে।