আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও সেনাবাহিনীর কাঠ উদ্বার

কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ০৮:৫৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাইখালী রেঞ্জের  নাড়াছড়া বরপাড়া হতে বন বিভাগ ও সেনাবাহিনী ৩০হাজার টাকার কাঠ উদ্বার করেছে। রবিবার বিকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ ও কাপ্তাই ৫৬সেনাজোন পরিত্যক্ত অবস্থায় ১৭৪ঘনফুট সেগুন কাঠ ও ৭৬টি বল্লি যার পরিমান ৪৭৯আরএফটি উদ্বার করা হয়। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা মো.কামাল হোসেন,বনপ্রহরী হাসান ও আনিসুর রহমান সেনাবাহিনীর সহযোগিতায় কাঠগুলো উদ্বার করা হয়। রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন জানান পরিত্যক্ত কাঠগুলো সেনাবাহিনীর সহযোগিতায় বাঙালহালিয়া বন চেক স্টেশনে রাখা হয়েছে।