আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
এখন ও কোন মামলা হয় নি

কাউখালী বেতবুনিয়ায় পাহাড় ধ্বসে নিহত-২

কাউখালী (রাংগামাটি) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৬ এপ্রিল ২০২২ ০৭:৩২:০০ অপরাহ্ন | জাতীয়


রাংগামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায়  অবৈধভাবে পাহাড় কেটে  বাড়ির ওয়াল নিম্নানের সময়  গত শুক্রবার সকালে দুই শ্রমিক নিহতের বিষয়ে এখন পযন্ত কোন মামলা হয়নি বলে জানা যায়।

সুত্র জানায় উপজেলার ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের মাইল্যাছোলা নামক এলাকায়  জনৈক সাধন  বড়ুয়ার ( মাষ্টার)  বাড়িতে গতকাল শুক্রবার সকালে পূর্বে পাহাড় কাটা ছিল এবং নতুন করে বাড়ির পাশে  পাহাড়ের  সাথে লাগানো নতুন করে ওয়াল নিম্নানের জন্য কাজ করছিলেন  দুই শ্রমিক  হটাৎ করে  পুর্বে কাটা পাহাড়  ধ্বসে পড়ে এই দুই শ্রমিকের  উপর। এবং ধ্বসে পড়া পাহাড়ের মাটি চাপা পড়েন  দুই শ্রমিক খবর পেয়ে সাথে  সাথে এলাকার লোকজন  দৌড়ে এসে তাদের দুই শ্রমিক কে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু উদ্ধার করে কোন  লাভ হয়নি। দুই শ্রমিক  ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পরেন। মৃত শ্রমিকরা হলেন  ১) মোঃ পেয়ারু (৪৫) পিতা মৃত, কবির আহমদ  মিস্ত্রি,  সাং দক্ষিণ পাড়া,২) সুকল বড়ুয়া(৩৩) পিতা অনঙ্গ   বড়ুয়া,  সাং বেনুবন, বেতবুনিয়া, কাউখালী, রাংগামাটি  পার্বত্য জেলা বলে জানা যায়।

পরে  খবর পেয়ে  বেতবুনিয়া পুলিশ  ফাঁড়ির পুলিশ দল দুপুর ১ টার সময় ঘটনাস্হল থেকে  মৃত দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং পোস্ট মর্টের জন্য  রাংগামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন পোস্ট মর্টেম শেষে লাশ দুইটি তাদের পরিবারের নিকট  হস্তাম্তর করেন। পরে  গতকাল মুসলিম লাশটি দাপন করেন এবং বৌদ্ধ ধর্মের লাশটির শেষ কৃত্য শেষ করেন বলে জানা যায়। এ ব্যাপারে খাশখালী  রেঞ্জ অফিসার ( ভারপ্রাপ্ত)  বিপুলেশ্বর দেবনাথ  বলেন আমি  এ ব্যাপারে কিছুই জানি না।  তবে শুনেছি মাষ্টার সাধন বড়ুয়ার বাড়ির জায়গা টি বি ফরমের।

 

তবে এ ব্যাপারে মৃত শ্রমিকদের পরিবারের পক্ষ হতে  এখন পযন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি যদি মৃত পরিবারের পক্ষ হতে কেউ কোন লিখিত অভিযোগ করেন তাহলে   তা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম শহিদুল ইসলাম জানান। #