আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কর্ণফুলীতে রেজিষ্ট্রেট অফিসে জায়গার দলিল করতে গিয়ে দুই পক্ষ হাতাহাতি : থানায় অভিযোগ

মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ অগাস্ট ২০২২ ১১:৪০:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

কর্ণফুলী উপজেলা ভূমি রেজিষ্ট্রেট অফিসে জায়গার দলিল করতে গিয়ে দুই

পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুত্বর আহত হয়ে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

গত ১৭ আগষ্ট (বুধবার) দুপুর ৩টায় কর্ণফুলী উপজেলার ভূমি অফিসের সাব

রেজিষ্ট্রেট কার্যলয়ে (২য় তলা) এ ঘটনা ঘটে। ঘটনায় শিকলবাহা ৯নং ওয়ার্ডের

হাজী মোঃ শামসুল আলম (৭৮) বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায়

অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- মোঃ ইলিয়াছ (৩৮) ও মোঃ ইউনুছ (২৫) পিতা : মোঃ শফিউল

আলম। মোঃ সৈয়দ নুর (৩৩) পিতা : মৃত হাছি মিয়া, মোঃ হোসেন(২৮), পিতা :

মোহাম্মদ শফিউল আলম ও মোঃ শফিউল আলম (৬০) পিতা : মৃত গুরা মিয়া উভয়ে

শিকলবাহা ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

¯’ানীয় সূত্রে জানা যায়, বোনের সম্পতির অংশ বড় ভাই মোঃ শামসুল আলম (৭৮)

এর নামে করতে গেলে দ্ইু ভাইয়ের মধ্যে এ হাতাহাতির সৃষ্টি হয়। এতে উভয়

পক্ষের লোকজন আহত হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুছ (২৫) এর সাথে কথা বলে জানা যায়, উক্ত ঘটনায় আমরা

আহত হয়ে ৯৯৯ কল দিয়ে, পুলিশ হেফাজতে বাড়ি ফিরি।

এ বিষয়ে জানতে চাইলে মোঃ শামসুল আলম দৈনিক সাঙ্গু প্রতিনিধিকে জানান-

আমার ছোট বোন আলমাছ খাতুন (৬০) কে গত ২৫ বছর পূর্বে ১৩ শতক বাড়ী ভিটা

ক্রয় করে তাতে ঘর করে দি এবং তার দ্ইু মেয়ের বিবাহ বাবদ সকল খরচাদি করি,

তার বিনিময় স্বরূপ আমার ছোট বোন স্বে”ছায় পৈত্রিক জায়গা দলিল করে দিতে গত

১৭ আগষ্ট উপজেলা ভূমি রেজিষ্ট্রেট অফিসে গেলে আমার ছোট ভাই তার পুত্র ও

কয়েকজন বহিরাগত নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাার ছোট ছেলে মোঃ

কামাল (৩১) ও মেয়ের জামায়াতা মোঃ আবছার (৩৬) গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম

মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আমি ও আমার পরিবার এখন

নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে কথা হয় কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার

চৌধুরীর সাথে তিনি দৈনিক সাঙ্গু প্রতিনিধিকে জানান, গত ১৭ আগষ্ট দুই

পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার ঘটেছে তবে আমার অফিসে নয়, সাব রেজিষ্ট্রিট

অফিসের (২য় তলায়)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন- জায়গা

সংক্রান্ত নিয়ে দুই ভাইয়ের ছেলেদের মধ্যে এ ঘটনাটি ঘটেছে। আমরা অভিযোগ

নিয়েছি।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়