আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কর্ণফুলীতে বিছানার নিচে মিলল ৩ কোটি টাকার ইয়াবা

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩ ০৩:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের কর্ণফুলীতে ৯৩ হাজার ৪শ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার বিকেলে কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মো.আব্দুর রহিম (৩০) সে কর্ণফুলী থানাধীন বদলপুরা এলাকার মো. ইলিয়াসের পুত্র। র্যাবের দাবি, ওই ইয়াবার মূল্য দুই কোটি ৮০ লক্ষ টাকা। র্যাব জানায়, কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার একটি বাসায় ইয়াবা মজুদের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতার মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।