কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ মে) বিকেল ৫টার দিকে ৩নম্বর ওয়ার্ডের মোহছেন পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল জলিল (৫২) ওই গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে। সে পেশায় দিন মজুর বলে জানা গেছে। তার স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরিদ বলেন, আবদুল জলিল দিনমজুর সে পাশ্ববর্তী এক বাড়ির নারকেল পাড়তে গাছে ওঠেন। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা করা হয়েছে।