আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
বিশৃঙ্খলা দেখা দিলে কমিটি ভেঙে দেওয়ার হুশিয়ারি

কমিটি নিয়ে ঘুমিয়ে-ঝিমিয়ে পড়লে হবে না : দিদারুল ইসলাম

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ অগাস্ট ২০২৩ ০৪:৫৫:০০ অপরাহ্ন | রাজনীতি

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন,কর্ণফুলীতে যদি জামায়াত বিএনপি বিশৃঙ্খলা করতে চায়,কর্ণফুলী যুবলীগের নেতাকর্মীদের তা প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্ণফুলী-আনোয়ারার অভিভাবক, কর্ণফুলী উপজেলার প্রতিষ্ঠাতা মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন রাখতে হবে। কমিটি নিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। ঝিমিয়ে পড়লে হবে না।’

 

বৃহস্পতিবার (৩১আগস্ট) সকালে উপজেলার এইচটি কনভেনশন হল চত্বরে কর্ণফুলী উপজেলা যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের অংশ হিসেবে ‘শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি বলেন, ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা হয়েছে ৫ মাসও হয়নি। কিন্তু নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ রকম হলে সাংগঠনিকভাবে কমিটি ভেঙে দেওয়া হবে। সে ক্ষমতা আমাদের রয়েছে। কেন্দ্র থেকে কক্সবাজার যুবলীগের কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। এসব বিষয় মাথায় রাখবেন। কর্ণফুলী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক রয়েছেন। তাঁদের সাথে বসে সমাধান করবেন। 

 

আমরা নিজেদের মধ্যে দ্বন্ধ ও কোন্দল দেখতে চাই না। ঐক্যবদ্ধ যুবলীগ চাই। এমন যুবলীগ চাই যে যুবলীগ আগামীতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তৃণমূল যদি সংগঠিত হতে না পারে উপজেলা সংগঠিত হতে পারে না। উপজেলা যদি সংগঠিকত হতে না পারে, দক্ষিণ জেলা সংগঠিত হতে পারবে না। সুতরাং দক্ষিণ জেলা যদি সংগঠিত হতে না পারে কেন্দ্র শক্তিশালী হতে পারবে না।’

 

জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা আবারও চক্রান্ত শুরু করেছে। ষড়যন্ত্র হচ্ছে এবং হবেই। কেননা ওরাই আমার নেত্রীকে ২৯ বার হত্যা করার চেষ্টা করেছেন।’

 

দিদারুল ইসলাম চৌধুরী বলেন, ‘৭১ সালে যারা পরাজিত শক্তি তারাই দেশে বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছেন। বিএনপি জামায়াতের এ চক্রান্ত কখনো সফল হবে না। সামনে জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে, সে ষড়যন্ত্র শুরু করেছে। যুবলীগের সকল নেতাকর্মীদের এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রতিরোধ গড়ে তোলতে হবে। যারা বাসে আগুন ও পেট্রোল বোমা মেরে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে। সেই ১৫ আগষ্ট কালো রাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সবাইকে হত্যা করে ক্ষমতায় এসেছিলেন ৭১ এর পরাজিত শক্তি। এসব স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন বিএনপি জামায়াত চক্র। এসব স্বাধীনতা বিরোধীদের ধিক্কার জানাই।’

 

তিনি বলেন, ‘অনেকেই বলেছিলেন করোনাকালীন সময়ে রাস্তা ঘাটে লাশ পড়ে থাকবে। কিন্তু কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে চট্টগ্রাম যুবলীগ করোনাকালীন সময়েও মাঠে ছিলেন। করোনার কঠিন সময় মোকাবিলা করেছিলাম। তখন সুদি ড. ইউনূস কোথা ছিলেন? আজকে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। গ্রামীণ ব্যাংকের সুদ দিতে না পারলে যারা নির্যাতন করেছেন, তারাই আবার দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন।’

 

কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর।

 

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি তৌহিদুল ইসলাম,জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আব্বাস, আরিফুজ্জামান।

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ এর সহসভাপতি জিএম আনু মিয়া, মোহাম্মদ শহীদুল্লাহ্, ইনজিনিয়ার মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েল, সিরাজুল ইসলাম হৃদয়, দেবরাজ রতন,শফিকুল কুদ্দুস মনির, ওয়াজউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল,শহীদুল্লাহ্ শহীদ, আলমগীর বাদশা, শাহাদৎ হোসেন রিটন, রাশেদ রানা,নেজামউদ্দিন, এডভোকেট মহসিন চৌধুরী,  সাইফুদ্দিন, জাহাঙ্গীর আলম জয়, এম এ রহিম,মোহাম্মদ মনির হাবিবুর রহমান মানিক, জিয়াউদ্দীন রিপন, ইনামুল হক  নাজের আহমদ,মনির আহমদ, মাকসুদুর  রহমান, মহিউদ্দিন খোকন, সাইফুদ্দিন বিপ্লব, ইকবাল হাসান,সাইফুল হাসান, জাহেদুর রহমান জাহেদ,আনোয়ার মেম্বর  সোলাইমান কবির,চরপাথরঘাটা যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত মোবারক, জুলধার সভাপতি নুরুল ইসলাম নুরু।

 

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কর্ণফুলী উপজেলা যুবলীগ অসহায়, দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।