চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজগেট এলাকা থেকে ৬০.০ ঘনফুট অবৈধ চিরাই কাঠসহ পিকআপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।
বিষয়টি জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী।
তিনি জানান, প্রায় সময় কিছু কাঠচোরচক্র সরকারি বন উজাড়, অবৈধভাবে গাছ এবং কাঠ প্রচার করে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অভিমুখী মিনি পিকআপযোগে অবৈধ পরিবহনকালে ৬০.০ ঘনফুট চিরাই কাঠ জব্দ করা হয়। গাড়ি ও পিকআপটি ফাঁসিয়াখালী রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে।
জব্দ চিরাই কাঠের বাজার মূল্য আনুমান এক লক্ষ্য টাকা।